Amena-Baki Residential Model School & College

সংক্ষেপে বিদ্যালয় পরিচিতি

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে এ, বি, মোড়ে অবস্থিত এ, বি, ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । গত ০৫/০৭/২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এ, বি, ফাউন্ডেশন ও আমেনা -বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল।পরবর্তীতে ২০০৪ সালে জুনিয়র শাখায় পাঠদানের অনুমতি পায়। প্রতিষ্ঠানটি শুরু থেকে এলাকার একটি মডেল স্কুল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠানটি সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট এর আওতায় মডেল স্কুল হিসেবে পরিচিতি লাভ করে। ২০০৯ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এস, এস,  সি পরিক্ষায় প্রথম অংশগ্রহণ করে জেলায় প্রথম হয়ে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ  করে। ২০১৩ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক শাখা খোলার অনুমতি পায়। এখন বিজ্ঞান /ব্যবসায় শিক্ষা /মানবিক শাখায় ছাত্র-ছাত্রি ভর্তি করানো হয়।