Amena-Baki Residential Model School & College

অধ্যক্ষের বাণী

হাজারো সমস্যার আবর্তে জর্জরিত থেকেও গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই আস্থার সাথে ক্রমাগত সাফল্যের পথে এগিয়ে চলছে এ, বি, ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা সকল আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় নির্ভুলভাবে শিক্ষা লাভ করুক ,কেননা শিক্ষাই হল সকল উন্নয়নের ভিত্তি। একটি শিশুর ব্যক্তিত্ব গঠনে ও ভবিষ্যতে সে জাতিগঠনে এবং দেশ সেবায় কিরূপ ভুমিকা রাখবে তার প্রস্তুতি শুরু থেকেই নিতে হয়। এ জন্য চাই পড়ালেখার পাশাপাশি পাঠশালা নৈতিক শিক্ষা ও সঠিক নির্দেশনা ব্যবস্থা । পরিতাপের বিষয় যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ক্যাডেট কলেজ ছাড়া এরূপ শিক্ষা ব্যবস্থা সচরাচর খুব একটা দেখা যায় না। তাই অনেক সাধ থাকা সত্ত্বেও শিশুদের মনের মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা সম্ভব হয় না। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত উপযুক্ত হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি অনেক পিছিয়ে যাবে কারণ শিশুরাই জাতির ভবিষ্যৎ । তাই এদেরকে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা। এই  প্রত্যাশায় লক্ষ বাস্তবায়নের জন্য আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাঃ, এম আমজাদ হোসেন ইতোমধ্যেই ফাউন্ডেশণের তত্তাবধানে এবং স্কুলের প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিশ্চিতকরণের সকল প্রয়াস চালিয়ে যাচ্ছেন । প্রথম শিক্ষাবর্ষে (২০০১) আমরা নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করেছিলাম । সম্মানিত অভিভাবক ও স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষে ২০০৩ সালে ৭ম শ্রেণি পর্যন্ত এবং ২০০৪ শিক্ষাবর্ষে আমরা ৮ম শ্রেণি পর্যন্ত চালু করেছি। নিন্ম মাধ্যমিক স্কুল হিসেবে সরকার কর্তৃক অনুমতি পাই। ২০১০ , ২০১১, এবং ২০১২ সালে এস, এস, সি  পরীক্ষায় অংশগ্রহণ করে পর পর ৩ বার শিক্ষাবোর্ডে তৃতীয় স্থান এবং ২০১৩ সালে এস, এস, সি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ জিপিএ ৫ পেয়ে শিক্ষাবোর্ডে প্রথম স্থান অধিকার করি ।   পরবর্তীতে ২০১৪ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪র্থ ও ২০১৫ সালে ৬ষ্ঠ স্থান অধিকার করে । সাফল্যের ধারাবাহিকতায় লেখাপড়ার পাশা পাশি ছাত্র-ছাত্রীরা খেলাধুলা ও সংস্কৃতিতে   উপজেলা,  জেলা, বিভাগ,  ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য বয়ে নিয়ে এসেছে ।

এভাবে  বিভিন্নমুখী সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে ধীরে ধীরে আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজটি অর্জন করবে দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বলে আমার বিশ্বাস ।এই স্কুলের ছাত্র- ছাত্রীদের জ্ঞানের এবং গুণের আলো ছড়িয়ে পড়ুক দেশময় এমনকি বিশ্বময় , ঐকান্তিক চেষ্টার মাধ্যমে এটাই আমাদের প্রত্যাশা ।

আল্লাহ হাফেজ

মোঃ মিজানুর রহমান    
অধ্যক্ষ               
আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ
চিরিরবন্দর, দিনাজপুর।