Amena-Baki Residential Model School & College

পরিচালকের বানী

সাম্প্রতিক সময়ে কোন প্রতিষ্ঠানের লক্ষ –উদ্দেশ্য সম্পর্কে নতুন কিছু লেখা দুরূহ কাজ। সত্যি কথা বলতে কি যা লিখতে চাই ইতোমধ্যে গদবাধা আকারে কোন না কোন প্রতিষ্ঠানের জন্য তা লেখা হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানে প্রাইভেট পড়তে হয় না ,ক্লাসের পড়া ক্লাসে তৈরি করে দেয়া হয়, এসি ক্লাশরুম ,কম্পিউটার ল্যাব , মাল্টিমিডিয়া ক্লাসরুম ,আধুনিক প্রযুক্তির ব্যবহার সহপাঠ কার্যক্রম , সহশিক্ষা ও শারীরিক শিক্ষার ( যদিও খেলার মাঠ নেই, একটি বিল্ডিঙ্গে স্কুল ) মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা হয় এ ধরণের বাক্য লিফলেট ,ব্রুসিয়ার ,প্রসপেক্টাস ,ইলেকট্রিক মিডিয়ায় বিজ্ঞাপন আকারে প্রচার করা হচ্ছে। স্বাধীনতার পর থেকে যদি সত্যি সত্যিই উক্ত প্রতিষ্ঠানগুলো হতে এ ধরণের পরিপূর্ণ দেশপ্রেমিক ,সৎ মানুষ বের হতো তাহলে তো বাংলাদেশে দুর্নীতি হওয়ার কথা নয়। আসলে এগুলো কথার কথা ,বিজ্ঞাপনের ভাষ্য হিসেবে।

তবুও প্রসপেক্টাসে কিছু লিখতে হয়। আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে থেকে গত ৮ ব্যাচে ( ২০০৭- ২০১৫ )  ৪৭১ জন ছাত্রছাত্রী সর্ব নিন্ম জি পি এ  ৪,০০ এর উর্ধে পেয়ে শতভাগ পাশ করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ম , ২য়,  ৩য় ,  ৪র্থ ,  ও ৬ষ্ঠ  স্থান পেয়েছে । জে , এস, সিতেও একই রকম সাফল্য আছে। অতীতের সাফল্য থেকে আমরা উপরে উল্লেখিত বিভিন্ন প্রতিষ্ঠানের লক্ষ্য – উদ্দেশ্য গুলো প্রচারনার ভিত্তিতে সত্যিকার অর্থে আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জন্য প্রচারে লিখতে পারি । অন্যদের থেকে ব্যতিক্রম হচ্ছে । আমরা যা বলি বা লিখি তা করি । বিগত ২০১৪ সালে এ প্রতিষ্ঠানের কলেজ শাখা খোলা হয়েছে । সকলে দোয়া করবেন কলেজ শাখাতেও যেন একই ধরণের সাফল্য অর্জন করতে পারি ।

 

অধ্যাপক মোঃ শামসুল হক

পরিচালক ( শিক্ষা পরিকল্পনা ও বাস্তবায়ন )

এ, বি, ফাউন্ডেশন

চিরিরবন্দর, দিনাজপুর।